ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, জানুয়ারি ৪, ২০১৮
৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার মো. হাসান

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসানকে (৩০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) রাতে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সালেহ আহমদ চৌধুরী সড়কের রাজধানী ভবনের পঞ্চম তলার ৫০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

কর্ণফুলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের শিকলবাহা হাঁড়ি মাঝির বাড়ির মো. মাহামুদুল হকের ছেলে মো. হাসান সাবলেট হিসেবে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

হাসান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তার ভাই মো. ইউসুফ (৪০) ও হাটহাজারীর মির্জাপুর বালুখালীর আলী আহমদের ছেলে জামাল উদ্দিন খোকা (৩৫)পরস্পর যোগসাজসে টেকনাফ দিয়ে বার্মা থেকে ইয়াবা এনে ওই ফ্ল্যাটে মজুদ করত। এরপর নগরীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত।

 

গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।