ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মহেশখালীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, জানুয়ারি ৩, ২০১৮
মহেশখালীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার: মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ইটবাহী ট্রাকের ধাক্কায় তামিন সুলতানা জয়া নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু জয়া ওই এলাকার সিএনজি চালিত অটোরিশা চালক কামাল হোসেনের মেয়ে।

রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলো সে।

প্রত্যেক্ষদর্শী সূত্র জানা যায়, জয়া নতুন বই আনতে স্কুলে যাচ্ছিলো।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ইটবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাস্টার মোহম্মদ উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।