সোমবার (১ জানুয়ারি) আগ্রাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (এপিএসসি) বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিক ও শিক্ষানুরাগী ফরিদ মাহমুদ এসব কথা বলেন।
এপিএসসি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আবসার মাহফুজের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ অর্পিতা নারগিস।
বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, বিজিএমইএর পরিচালক সাইফউল্লাহ মানসুর ও হাফুস সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া।
শিক্ষিকা হাসিনা পারভীনের সঞ্চালনায় উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন এপিএসসি গার্ডিয়ান কাউন্সিলের চেয়ারপারসন জিন্নাত আরা বেগম ও শিক্ষিকা সামশুন নাহার।
সভাপতির বক্তব্যে সাংবাদিক আবসার মাহফুজ বলেন, শিক্ষার্থীদের ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে থাকে। ঘুমিয়ে থাকা এসব প্রতিভা বিকশিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রাণোচ্ছল তরুণরাই সমাজ বদলের হাতিয়ার। এদের মেধার বিকাশ সাধনের মধ্য দিয়েই সম্ভব সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ। কোটি কোটি স্বপ্ন তুলে দিচ্ছি তোমাদের হাতে। সে স্বপ্ন ধরতে হলে পড়ার কোনো বিকল্প নেই।
উৎসবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এপিএসসি ‘পুওর ফান্ড’ থেকে ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতেও নতুন শিক্ষাবর্ষের বই-খাতা ও শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এআর/টিসি