ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপের ধাক্কায় ট্রাকের চালক আহত  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, জানুয়ারি ১, ২০১৮
পিকআপের ধাক্কায় ট্রাকের চালক আহত  

চট্টগ্রাম: মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় পিকআপের ধাক্কায় ট্রাকচালক রিয়াজ মিয়া (২৬) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়।

এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক রিয়াজ মিয়াসহ তিন-চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এর মধ্যে রিয়াজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
তার বাড়ি ভোলার উত্তর চরফ্যাশনে।  

তিনি জানান, ঢাকাগামী ট্রাকটিকে ওভারটেক করার সময় পিকআপটি পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।