ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোধনের ‘সকাল বেলার পাখি'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বোধনের ‘সকাল বেলার পাখি' বোধন আবৃত্তি পরিষদের ব্যতিক্রমী আয়োজন ‘সকাল বেলার পাখি’।

চট্টগ্রাম: ঘুম ভাঙানোর সুর। আঁধার তাড়ানোর সংকল্প। মা-মাতৃভূমিকে নিয়ে জেগে ওঠার গল্প। এসব নিয়েই বোধন আবৃত্তি পরিষদের ব্যতিক্রমী আয়োজন ‘সকাল বেলার পাখি’।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে খুদে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে হলভর্তি দর্শককে।  

অনুষ্ঠানে দুটি পূর্ণাঙ্গ শ্রুতি প্রযোজনা ‘তারাই মানুষ, তারাই দেবতা’ এবং ‘ভূতের জাদু’র পাশাপাশি একক আবৃত্তি পরিবেশন করে শিশুরা।

  পরিবেশনায় ছিল বোধনের শিশু বিভাগের ৪৩ জন কুশীলব।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চট্টগ্রাম জেলা সংগঠক নারগীস সুলতানা।

তিনি বলেন, শিশুদের ভেতরই আগামীর বাংলাদেশ। এরাই আমাদের ভবিষ্যৎ। এদের চোখে সুন্দর বাংলাদেশ আমাদের আশান্বিত করে।

শিশুদের নিয়ে ধারাবাহিক আয়োজন নিয়ে বোধনের সভাপতি সুজিত রায় বলেন, আঁধার ভেঙে এসব সকালবেলার পাখিই গর্বিত করবে আমাদের। তাই এদের নিয়ে স্বপ্ন আমাদের জয়যাত্রার পথ দেখায়।

সঞ্চালনায় ছিলেন বোধনের শিশুশিল্পী সৈয়দা মাহশুরাতুল আতকিয়া এবং বিদ্যাশ্রেয়া তলাপাত্র।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।