এছাড়া অতিরিক্ত ফোর্সের সঙ্গে এবার নগরজুড়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিমও মাঠে নামাচ্ছে নগর পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) ইংরেজি বছর ২০১৭ বিদায় নেবে।
বর্ষবিদায়ের শেষ সূর্যাস্ত উপভোগ করতে চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের তীরে ভিড় করেন বিনোদনপ্রেমীরা।
নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, ঘরোয়া আয়োজন ছাড়া উন্মুক্ত স্থানে সূর্যাস্তের পর আমরা কাউকে অ্যালাউ করব না। যা কিছু সূর্যাস্তের আগেই করতে হবে।
তিনি বলেন, ইউনিফর্ম এবং সাদা পোশাকে প্রায় ১ হাজার পুলিশ বিভিন্ন স্পটে মোতায়েন থাকবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে। হোটেল-রেস্টুরেন্টেও থাকবে। এছাড়া আমরা এবার মোবাইল কোর্টও করব।
পুলিশের পাশাপাশি প্রায় ৩০০ র্যাব সদস্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
আরডিজি/টিসি