ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, ডিসেম্বর ৩০, ২০১৭
কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতির ফারেঙ্গা এলাকায় অবস্থিত মেজর জেনারেল জয়নাল আবেদীন (বীর বিক্রম) উচ্চ বিদ্যালয়ের ভবনে কাজ করার সময় পঞ্চম তলার ছাঁদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম লিটন (২২)।

তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নুরুল আমীনের পুত্র।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কাজ করার সময় হঠাৎ করে নিচে পড়ে যান লিটন।

পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর তাকে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।