ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৩

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় পাহাড় ধসে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাকিব (১০) শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বাংলানিউজকে জানান, দক্ষিণ রাজানগর এলাকায় একটি পাহাড় ধসে ৩ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এসময় আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব তাতে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

এমইউ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।