ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্রমিকের উপর হামলা, চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
শ্রমিকের উপর হামলা, চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম: দুই শ্রমিকের উপর হামলার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বাংলানিউজকে জানিয়েছেন, বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরী ও জেলায় সকাল-সন্ধ্যা অটোটেম্পু ধর্মঘট আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বৃহত্তর চট্টগ্রামে সকাল - সন্ধ্যা যাত্রীবাহী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হালিশহরের য়াবাজার এলাকায় টেম্পুস্ট্যান্ড দখলে নিতে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। এতে আমাদের দুজন শ্রমিক আহত হয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে আমরা ধর্মঘট আহ্বান করেছি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।