মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যাককর্মীর নাম বাপ্পী বড়ুয়া (৩০)।
আহত বাপ্পী বড়ুয়া ফটিকছড়ি উপজেলার হাইতি এলাকার আপন বড়ুয়ার স্ত্রী। চাকরির সুবাধে তিনি লোহাগাড়া এলাকায় বসবাস করছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কিস্তির টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন বাপ্পী বড়ুয়া। এসময় বেশ কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
রাত পৌনে নয়টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়। তার গলা ও পায়ে গুরুতর জখম হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডে (নাক-কান ও গলা বিভাগে) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসবি/টিসি