মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।
তিনি বলেন, 'প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানি মেজবানে গিয়ে নিহত দুই পরিবারের দুইজনকে চাকরি দেওয়ার ব্যাপারে উপাচার্য মহোদয় উদ্যোগ নিয়েছেন।
১৮ ডিসেম্বর(সোমবার) রীমা কমিউনিটি সেন্টারে কুলখানীতে গিয়ে ১০জন নিহত হন। নিহতদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দিপংকর দাশ রাহুল। চাকরি পেতে যাওয়া দুজনের মধ্যে একজন রাহুলের বড় ভাই শুভংকর দাশ রয়েছেন। এছাড়া নিহত অন্য একজনের স্ত্রীকেও চাকরি দেবার কথা ভাবছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএইচ/টিসি