ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পদদলনে নিহত দুজনের পরিবারের সদস্যকে চাকরি দিচ্ছে চবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
পদদলনে নিহত দুজনের পরিবারের সদস্যকে চাকরি দিচ্ছে চবি পদদলনে নিহত দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি চট্টল বীরখ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি মেজবানে গিয়ে পদদলনে নিহত দুই পরিবারের দুই জনকে চাকরি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।

তিনি বলেন, 'প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানি মেজবানে গিয়ে নিহত দুই পরিবারের দুইজনকে চাকরি দেওয়ার ব্যাপারে উপাচার্য মহোদয় উদ্যোগ নিয়েছেন।

ইতোমধ্যে এ বিষয়ে আলোচনাও হয়েছে। নিয়োগও প্রায় নিশ্চিত।
'

১৮ ডিসেম্বর(সোমবার) রীমা কমিউনিটি সেন্টারে কুলখানীতে গিয়ে ১০জন নিহত হন। নিহতদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দিপংকর দাশ রাহুল। চাকরি পেতে যাওয়া দুজনের মধ্যে একজন রাহুলের বড় ভাই শুভংকর দাশ রয়েছেন। এছাড়া নিহত অন্য একজনের স্ত্রীকেও চাকরি দেবার কথা ভাবছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।