প্রতিযোগিতায় ফজলুল হক হাউস চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।
তারা ক্যাডেটদের মনোমুগ্ধকর বিভিন্ন প্রতিযোগীতা ও ডিসপ্লে উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের দক্ষতা ও কঠোর অনুশীলনের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে প্রধান অতিথি ফৌজদারহাট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ রকিব উদ্দিন খান।
উল্লেখ্য সারা বছরের অ্যাকাডেমিক ও সহ-পাঠক্রম সংক্রান্ত কার্যক্রমের ধারাবাহিকতায় রবীন্দ্র হাউস চ্যাম্পিয়ন ও শহীদুল্লাহ হাউস রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
পাঁচ দিনব্যাপী ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭, ২১ ডিসেম্বর ২০১৭ তারিখ বৃহস্পতিবার কলেজ অ্যাথলেটিক্স গ্রাউন্ডে শুরু হয়। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৫ টি ইভেন্ট এ অংশগ্রহণ করে। এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি গণবিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যান্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএইচ/টিসি