ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২০টন জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
২০টন জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ জব্দ করা জাটকা

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২০টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাগ্রো ফুড সার্ভিস লিমিটেডের মালিকানাধীন ট্রলারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

এতে সহযোগিতা করে র‌্যাব-৭।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছেনিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বলেন, অ্যাগ্রো ফুড সার্ভিস লিমিটেডের মালিকানাধীন একটি ট্রলারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে ১২০টন মাছ ছিল। এর মধ্যে ২০টন ছিল জাটকা। আমরা সেই ২০টন মাছ জব্দ করেছি। পাশাপাশি ট্রলারের মালিককে জাটকা ধরায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

তিনি জানান, জব্দকৃত মাছগুলো চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।