ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় মামলা আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম: ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে (২৭) গুলি করে আহত করার ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় গুলিবর্ষণকারী সন্ত্রাসী রমজানসহ ‍চারজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে মানিকের ছোট ভাই জাহেদুল হক আরজু বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, মো. রমজান মো. সোলায়মান, তাজুল ইসলাম এবং ঈছা খাঁন।

 

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জেরে মানিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তার ভাই।   আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।

বুধবার (০৬ ডিসেম্বর) ভোরে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় রমজান নামে এক সন্ত্রাসীর ‍গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক।

গুরুতর আহত মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।   অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

এদিকে ছাত্রলীগ অভিযোগ করেছে, রমজান প্রভাবশালী মহলের ভাড়াটে হয়ে মানিককে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।