[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

সিভাসুর’র ২৪৫ আসনে লড়বে ৮৮৫৫ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১২-০৭ ১২:৩৫:৫০ এএম
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তিন অনুষদের ২৪৫ আসনের ভর্তি পরীক্ষায় এবার ৮ হাজার ৮৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। সিভাসু ক্যাম্পাসসহ নগরীর ৬টি কেন্দ্রে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সিভাসুর তিন অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমেধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদে ১০০টি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৮০টি এবং ফিশারিজ অনুষদে ৬৫টি আসন রয়েছে।

ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বাংলানিউজকে জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তিতে সিভাসুর তিন অনুষদের ২৪৫ আসনে ৮ হাজার ৮৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা অংশ নিবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘন্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দিন সন্ধ্যায় ফলাফল প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধাারিত ওয়েবসাইটেও (www.cvasu.ac.bd) এ   ফলাফল পাওয়া যাবে।
 
সিভাসুর জনসংযোগ ও প্রটোকল অফিসের উপ-পরিচালক খলিলুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে সিভাসুর তিন অনুষদের ২৪৫ আসনে ৮ হাজার ৮৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। শুক্রবার সিভাসু ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওমরগনি এমইএস. কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি দামপাড়া ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীদের তালিকা, আসন বিন্যাস এবং যাবতীয় নির্দেশনা ওয়েবসাইটে দেয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নোটিশে বোর্ডেও পাওয়া যাবে। 

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৭, ডিসেম্বর ২০১৭
এসবি/টিসি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db