ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে পুড়েছে তিন বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
হালিশহরে পুড়েছে তিন বসতঘর

চট্টগ্রাম: বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে।

‌আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, হালিশহরের বড়পোল এলাকায় অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবিরের নেতৃত্বে প্রায় এক ঘণ্টা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে স্থানীয় মহসিন ও ফেরদৌসের মালিকাধীন ৩টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।