ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণাঢ্য জশনে জুলুস শুরু, নেতৃত্বে তাহের শাহ

মো.মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বর্ণাঢ্য জশনে জুলুস শুরু, নেতৃত্বে তাহের শাহ ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের ‍অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়েছে।  মহানবীর বংশধর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ’র নেতৃত্বে শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর ষোলশহরে জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এ জুলুস বের হয়।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জুলুসে আরও রয়েছেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ।                     <div class=
ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/JULUS-320171202105530.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />
 
জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুশটি শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দানের পূর্বপাশ, চন্দনপুরা, সিরাজুদ্দৌলা সড়ক, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোবারক, চেরাগি পাহাড়, জামালখান, প্রেসক্লাব, খাস্তগীর স্কুল, গণি বেকারি, চট্টগ্রাম কলেজ, প্যারেড ময়দানের পশ্চিম পাশ হয়ে পুনরায় কাতালগঞ্জ, মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসবে।
 
জামেয়া ময়দানে দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে জোহর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ।  ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
 
এদিকে জশনে জুলুস উপলক্ষে শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ রাস্তার দু’প্রান্তে হুজুর কেবলাকে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন।
 
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
এমইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।