ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১ কেজি স্বর্ণ জব্দ শাহ আমানতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
 ১ কেজি স্বর্ণ জব্দ শাহ আমানতে ফাইল ছবি

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ফটিকছড়ির মাসুদ (২৭) নামের এক যাত্রীর লাগেজে এ স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, সারজায় শ্রমিক হিসেবে কর্মরত মাসুদ ফ্লাই দুবাই’র একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন সকাল সাড়ে ১০টায়।

তার লাগেজের লাইনার বর্ডারে বিশেষ কৌশলে সাদা জিআই তারের মত করে লুকিয়ে স্বর্ণগুলো নিয়ে আসে।  

এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরে জুয়েলারি দোকানে নিয়ে স্বর্ণে রূপান্তর করা হবে বলে জানিয়েছে কাস্টম কর্মকর্তারা।  

 সম্প্রতি একই কায়দায় আনা সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।