ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইম এন্টারপ্রাইজের অর্থ আত্মসাত, গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
প্রাইম এন্টারপ্রাইজের অর্থ আত্মসাত, গ্রেফতারি পরোয়ানা বি এম গোলাম আউলিয়া

চট্টগ্রাম: ব্যবসা প্রতিষ্ঠান প্রাইম এন্টারপ্রাইজের টাকা আত্মসাতের অভিযোগে বি এম গোলাম আউলিয়া নামে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  প্রাইম এন্টারপ্রাইজ বৃটিশ-আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের পরিবেশক প্রতিষ্ঠান। 

চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী আদালতে দায়ের হওয়া একটি মামলা (সিআর মামলা নম্বর-৯০৬/১৭) আমলে নিয়ে এই আদেশ দিয়েছেন।  

গোলাম আউলিয়া সাতকানিয়া উপজেলার কেরাণীহাটে প্রাইম এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার ছিলেন।

  তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হাস্তা বসন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাইম এন্টারপ্রাইজের বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে বি এম গোলাম আউলিয়া পালিয়ে যান।

  বিনা নোটিশে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে বারবার হাজির হয়ে টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হয়।   কিন্তু গোলাম আউলিয়া হাজির হননি।

এই অবস্থায় প্রাইম এন্টারপ্রাইজের মো.ইলিয়াছ জামাল বাদি হয়ে বিএম গোলাম আউলিয়া ও তার ভাই বি এম গোলাম মওলার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮, ৪২০/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।