ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৫৯ আপিলকারীর ভ্যালু কমল ৩ কোটি ৬৩ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
১৫৯ আপিলকারীর ভ্যালু কমল ৩ কোটি ৬৩ লাখ টাকা চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম: পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে ১৫৯ জন আপিলকারীর প্রাথমিক ভ্যালু ৪ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ১ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা নির্ধারণ করেছে আপিল বোর্ড। কমানো হয় ৩ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৪০০ টাকা, ৭৬ দশমিক ৩৬ শতাংশ।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৪ এর আপিল শুনানি হয়।  

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আপিল শুনানিতে অংশ নিতে ১৭০ জনের কাছে নোটিশ পাঠানো হয়।

বেলা ১১টা থেকে শুনানি শুরু হয়। ১৫৯ জন শুনানিতে অংশ নেন।
এর মধ্যে ১১ জন গরিব হোল্ডারকে ৩০০ টাকা ভ্যালুতে ১৭ শতাংশ হিসেবে বছরে ৫১ টাকা কর ধার্য করা হয।   

প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (১৯ নভেম্বর) পর্যন্ত বিনামূল্যে পি ফরম সংগ্রহ করে আপিল আবেদন করেছেন ৬৪ হাজার ৭২০ জন। এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ২২০টি আপিল। এর মধ্যে বছরে ৫১ টাকা কর পরিশোধের সুযোগ পেয়েছেন ২২০ জন আপিল আবেদনকারী।

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক অ্যাসেসমেন্টে সন্তুষ্ট না হলে কিংবা আপত্তি থাকলে আপিল করতে পারবেন চসিকের হোল্ডিং মালিকরা। পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের পর সরকারি-বেসরকারি মিলে চসিকের বর্তমান হোল্ডিং সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ২৪৮টি।     

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।