ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডায়াবেটিস ও হরমোনের রোগ নিয়ন্ত্রণে রাখা জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ডায়াবেটিস ও হরমোনের রোগ নিয়ন্ত্রণে রাখা জরুরি উদ্বোধন পর্বের প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকেরা

চট্টগ্রাম: ডায়াবেটিস ও হরমোনের রোগীদের ঝুঁকি কমাতে নিয়ন্ত্রিত জীবনযাপনসহ রোগ নিয়ন্ত্রণে রাখা জরুরি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (১৭ নভেম্বর) রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবিটোলজিস্ট অব বাংলাদেশের (এসেভবি) প্রথম আঞ্চলিক সেমিনারে বিশেষজ্ঞরা একথা জানান।  

এসেভবি’র সভাপতি অধ্যাপক ডা. আব্দুস সালেক মোল্লার সভাপতিত্বে উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল মো. জালাল উদ্দিন এবং বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

মেয়র বলেন, ডায়াবেটিস ও অন্যান্য হরমোন জনিত রোগ ও এর প্রতিরোধ সম্পর্কে সচেতনা সৃষ্টিতে ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞসহ সব চিকিৎসককে এগিয়ে আসতে হবে।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন মেয়র।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. একেএম আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আব্দুল জলিল আনসারী, সহ-সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক কমিটির সদস্যসচিব ডা. ফারহানা আক্তার, ডা. মো. ইফতেখার হোসেন খান প্রমুখ।

চারটি বৈজ্ঞানিক সেমিনারে ডায়াবেটিস, থাইরয়েড, বন্ধ্যাত্ব, অস্টিওপোরেসিস এবং অন্যান্য হরমোন জনিত রোগের ঝুঁকি, প্রতিরোধ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।