ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের সামনে ‘কষ্টি পাথরে’র মূর্তি ফেলে পালাল ওরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
পুলিশের সামনে ‘কষ্টি পাথরে’র মূর্তি ফেলে পালাল ওরা

চট্টগ্রাম: বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে আটটা। নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় হঠাৎ রিকশা থেকে একটি বস্তা ফেলে পালিয়ে যায় দুজন। পরে পুলিশ সেই বস্তা খুলে দেখতে পায় একটি মূর্তি।

এই মূর্তিকে কষ্টি পাথরের বলে ধারণা করছে তারা।  

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ‘রিকশা করে আসা দুই ব্যক্তি হঠাৎ বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে আমরা বস্তাটি উদ্ধার করে দেখতে পাই সেখানে একটি মূর্তি। মূর্তিটি কষ্টি পাথরের বলে আমরা ধারণা করছি।
তবে পুরোপুরি নিশ্চিত না। ’

‘কোথায় থেকে তারা মূর্তি এনেছিল, কোথায় নিয়ে যাচ্ছিল এবং কি কারণে এভাবে ফেলে পালিয়ে গেল তা আমরা তদন্ত করে দেখছি। পাশাপাশি পালিয়ে যাওয়া দুজনকে আটক করার চেষ্টা করছি। ’–বলেন ওসি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।