ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল মদিনা হোটেল ও ছাদে যাত্রী তোলায় বাসকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আল মদিনা হোটেল ও ছাদে যাত্রী তোলায় বাসকে জরিমানা

চট্টগ্রাম: পটিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী বহন করায় একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে জানান, পটিয়া পৌরসদরের থানার মোড় এলাকার ‘আল মদিনা’ হোটেলের ভেতরে বাইরে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই অভিযানে একটি বাসের ছাদে যাত্রী বহন করায় জরিমানা করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad