[x]
[x]
ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮
bangla news

সাতকানিয়ায় বাসচাপায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৩ ১১:২৪:১৩ পিএম
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় নুরুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আমান উল হক বাংলানিউজকে জানান, সাতকানিয়ার হাসমত আলীর দোকানের সামনে একটি বাস একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় সাতকানিয়ার আফজল নগরের ইসলামের ছেলে নুরুল আমিন (২৪) দুর্ঘটনাকবলিত গাড়ি দেখছিলেন। আকস্মিকভাবে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে পাঁচটার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭

এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa