ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সার্ক চেম্বার সভায় যোগ দিতে মাহবুবুল আলমের ভারত যাত্রা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
সার্ক চেম্বার সভায় যোগ দিতে মাহবুবুল আলমের ভারত যাত্রা

চট্টগ্রাম: সার্ক চেম্বারের সভায় যোগ দিতে ভারত গেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। রোববার (২২ অক্টোবর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

চেন্নাইতে অনুষ্ঠেয় ‘৭১ তম সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিআই)’র এক্সিকিউটিভ কমিটির’ সভায় যোগ দেবেন মাহবুবুল আলম। তিনি সার্ক চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সোমবার (২৩ অক্টোবর) সার্ক সিসিআই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) কাউন্সিল চালুকরণের উদ্বোধনী সেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আর্থ সায়েন্সেস ভারতের ইউনিয়ন প্রতিমন্ত্রী শ্রী ওয়াই এস চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন তামিলনাড়ু আইটি সচিব আনন্দ রাও পাতিল, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র ডাইরেক্টর সিএএফআরএএল জি গোপালাকৃষ্ণান।

তিনি ‘ইন্টিগ্রেটিং এসএমই’স ইনটু রিজিওনাল ভেল্যু চেইনস্: ঝুঁকি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক দ্বিতীয় সেশন, দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ার শিশুদের শোষণ হতে রক্ষা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনেও অংশগ্রহণ করবেন।

এতে তামিলনাড়ু স্মল অ্যান্ড টিনি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন’র সভাপতি, এসএমই চেম্বার অব ইন্ডিয়ার সভাপতি, শ্রীলংকা, নেপাল, ভূটান, পাকিস্তান, সার্ক চেম্বার অব কমার্স’র শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

চেম্বার সভাপতি মঙ্গলবার (২৪ অক্টোবর) ‘আনলকিং ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপরচ্যুনিটিস ইন সার্ক’ শীর্ষক ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড স্কেল্যাবল বিজনেস সলিউশনস সেশনে অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনর তামিলনাড়ুর গভর্নর শ্রী সিএইচ. বিদ্যাসাগর রাও, সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের রিজিওনাল ডাইরেক্টর, সার্ক সিসিআই সভাপতি, সার্ক সেক্রেটারি জেনারেল, সার্ক সিসিআই (ভারত) সহ-সভাপতি প্রমুখ অংশগ্রহণ করবেন।

মাহবুবুল আলম সফরকালীন সময়ে সার্কভূক্ত দেশসমূহের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও ২৬ অক্টোবর কলকাতা দি বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি চন্দ্র শেখর ঘোষ ও চেম্বার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বিষয়ে মতবিনিময় করবেন। ২৭ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।