ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অক্টোবর বিপ্লবের পথেই মানবমুক্তি সম্ভব

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
অক্টোবর বিপ্লবের পথেই মানবমুক্তি সম্ভব বক্তব্য দেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন

চট্টগ্রাম: পৃথিবীতে যত রাষ্ট্র বিপ্লব সংগঠিত হয়েছে বিপ্লবের পর মূল শক্তি ক্ষমতায় আসতে পারেনি। অর্থাৎ নির্যাতত ও নিপীড়িত শ্রেণি ক্ষমতায় আসেনি যা অক্টোবর বিপ্লবের পরে সম্ভব হয়েছে। এ বিপ্লব বিশ্বব্যাপী মানুষের বোধে বুদ্ধিতে মননে এনেছে মৌলিক পরিবর্তন। মানুষের ওপর মানুষের শোষণ চিরতরে বন্ধ করেছে অক্টোবর বিপ্লব।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ‘মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব: শতবর্ষের প্রেক্ষাপটে’ শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। শুক্রবার (২০ অক্টোবর) অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।

আলোচকরা বলেন, অক্টোবর বিপ্লবের প্রভাবে উপনিবেশিক ব্যবস্থা ভেঙে পড়ে, গড়ে ওঠে তৃতীয় দুনিয়া। ফ্যাসিবাদের অন্ধকার থেকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বকে রক্ষা করেছে।

অক্টোবর বিপ্লবের প্রভাবে বাংলার সমাজ সংস্কৃতি ও রাজনীতিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পরে অক্টোবর বিপ্লবের প্রভাব বিশ্বব্যাপী এখনো ব্যাপক। বড় কথা হলো পুঁজিবাদ মানবমুক্তির পথ হতে পারে না তা বর্তমান বিশ্ব বাস্তবতায় ইতোমধ্যে প্রমাণিত। সমাজতন্ত্র মুক্ত মানুষের মুক্ত সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাবন্ধিক. কবি আবুল মোমেনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, সমাজবিজ্ঞানী অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, অর্থনীতিবিদ ও গবেষক আনু মুহাম্মদ। সঞ্চালনায় ছিলেন অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদের সদস্যসচিব কানাই দাশ।      

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।