ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুদীপ্ত খুন

নির্দেশদাতার নাম আসেনি মোক্তারের জবানবন্দিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নির্দেশদাতার নাম আসেনি মোক্তারের জবানবন্দিতে আটক মোক্তার হোসেন

চট্টগ্রাম: সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় গ্রেফতার হওয়া যুবলীগ কর্মী মোক্তার হোসেন (২৯) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।  জবানবন্দিতে তিনি খুনের নির্দেশদাতার নাম বলেননি।  খুনের মোটিভ সম্পর্কেও কিছু বলেননি মোক্তার।

বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো.নোমানের আদালতে মোক্তার জবানবন্দি দিয়েছেন।  

মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন বাংলানিউজকে বলেন, মোক্তার প্রায় দুই ঘণ্টা ধরে আদালতে জবানবন্দি দিয়েছেন।

  এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মোক্তার জবানবন্দিতে সুদীপ্ত হত্যায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

হত্যাকাণ্ডে জড়িত প্রায় ১৫ জনের নাম মোক্তার বলেছেন। তবে খুনের নির্দেশদাতা কে বা কারা এই বিষয়ে কিছুই বলেননি মোক্তার।

খুনের মোটিভ সম্পর্কে কিছু না বলে মোক্তার দাবি করেছেন, তিনি বড় ভাইদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন।

চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার মোক্তারকে আদালতে হাজির করা হয়েছিল।

গত ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।  

আটদিন পর ১৩ অক্টোবর (শুক্রবার) রাতে মোক্তারকে নগরীর বড়পোল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।   মোক্তার পরিবার নিয়ে ভোলায় পালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

একই ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বাবু ও খায়ের নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭

আরডিজি/টিসি

সুদীপ্ত খুনে গ্রেফতার যুবলীগ কর্মী রিমান্ডে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।