ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় মাস পর চেয়ারে বসলেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
 দেড় মাস পর চেয়ারে বসলেন মেয়র নাছির সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: দীর্ঘ দেড় মাস পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন নগর ভবনে নিজের চেয়ারে বসেছেন। সোমবার (১৬ অক্টোবর) বিকেল তিনটা ৪০ মিনিটে নগর ভবনে আসেন মেয়র। মূলত কাউন্সিলরদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতেই আসেন তিনি।

 দেড় মাস পর চেয়ারে বসলেন মেয়র নাছির

মেয়র নাছির সাংবাদিকদের জানান, এখনো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হচ্ছে। শত কষ্ট হলেও চেষ্টা করবো নিয়মিত অফিস করতে।

গত ০১ সেপ্টেম্বর সকাল সাতটায় বাসায় পা পিছলে পড়ে কোমরে আঘাত পেয়েছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এরপর থেকে আন্দরকিল্লায় মেয়রের বাসভবনে থেকেই চসিকের নিয়মিত কার্যক্রম তদারক করে আসছিলেন তিনি।

সর্বশেষ এক মাস ১০ দিন পর ঘর থেকে বেরিয়ে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কটির সংস্কারকাজ সরেজমিন পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

'ফাদার অব দ্য রোড' মেয়র নাছির

বহদ্দারহাট-কালুরঘাট সড়কের সংস্কারকাজ দেখলেন মেয়র

মেয়র নাছির আরাকান সড়ক পরিদর্শন করবেন বুধবার

 

পা পিছলে পড়ে কোমরে আঘাত মেয়রের

 

বাসভবনে বসেই শতাধিক সই করলেন মেয়র নাছির  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।