ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিষ্টিতে তেলাপোকা, জরিমানা ১ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
মিষ্টিতে তেলাপোকা, জরিমানা ১ লাখ টাকা মিষ্টিতে ভাসছে মরা তেলাপোকা।

চট্টগ্রাম: মিষ্টিতে ভাসছে মরা তেলাপোকা। খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, কৃত্রিম ফ্লেভার। নোংরা পরিবেশ। খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি প্রয়োজনীয় তথ্যও নেই।

 

বুধবার (১১ অক্টোবর) নগরীর পাহাড়তলী বাজারের খাজা ফুড প্রোডাক্টসে এসব বিষয় নজরে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তারের। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৪২ ও ৪৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন প্রতিষ্ঠানটিকে।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ওয়াসা মোড়ের রিগ্যালো রেস্টুরেন্টকে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় ৪৩ ধারায় হারুন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।