ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়িকার ইঞ্জিন ফেল, আটকে গেল সুবর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
পাহাড়িকার ইঞ্জিন ফেল, আটকে গেল সুবর্ণ

চট্টগ্রাম: সিলেট থেকে আসার সময় ফৌজদারহাট এলাকায় ইঞ্জিল বিকল হয়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের। এতে ওই ট্রেনের পেছনে থাকা ঢাকা থেকে আসা সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

পরে নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় একঘণ্টা দেরিতে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় ট্রেন দুটি।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফৌজদারহাটে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে ওই ট্রেনের পেছনে থাকা সূবর্ণ ট্রেনটি কুমিরা এলাকায় আটকা পড়ে। পরে পাহাড়তলী থেকে একটি শান্টিং ইঞ্জিনি গিয়ে পাহাড়িকা ট্রেনটিকে নিয়ে আষে।
এতে দুটি ট্রেনই ৫৫ মিনিট দেরিতে স্টেশনে পৌঁছে।

সূত্র জানায়, পাহাড়িকা ট্রেন রাত ৮টায় এবং সূবণ এক্সপ্রেস ট্রেন রাত ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছার কথা। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় পাহাড়িকা রাত ৯টা এবং সূবর্ণ এক্সপ্রেস ৯টা ০৫ মিনিটে স্টেশনে পৌঁছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সূবর্ণ ট্রেনও আটকে পড়ে। এজন্য ট্রেন দুটি নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১২১ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।