bangla news

বিশ্ব স্বীকৃত সফল নেত্রী শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-২৮ ১১:৩৪:২৪ এএম
বিশ্ব স্বীকৃত সফল নেত্রী শেখ হাসিনা

বিশ্ব স্বীকৃত সফল নেত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সফল নেত্রী হিসেবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিটিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল অস্ত্রোপচারে শোকরিয়া আদায়, তাঁর দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আবদুচ ছালাম বলেন, জননেত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উঠে এসেছে। আগামীতে দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. এমরানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য কে বি এম শাহজাহান।

সভায় অন্যান্যের মধ্যে এস এ এস কর্পোরেশনের সিও আলী ইমতেজাম মাসুক, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার, শাহজাহান সূফী, আবুল হাশেম সুবহান, আকতার ফারুক, তোহিদুল আনোয়ার সেন্টু, এস এম হানিফ, মো. আমিন, আবদুর রশিদ মো. হোসেন, আবদুর রহমান, আবদুর রাজ্জাক, সামসুদ্দিন মিয়া, জুয়েল, টিপু, জিসান, মো. শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭

এসবি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   শেখ হাসিনা Sheikh Hasina
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-09-28 11:34:24