ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে চাল বিক্রি, আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বেশি দামে চাল বিক্রি, আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে চেষ্টা চাক্তাইয়ে চালের আড়তে অভিযান। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: নগরীর চাক্তাইয়ের চালের আড়তে চাল মজুতদারীর বিরুদ্ধে জেলা প্রশাসন ও নগর পুলিশের সমন্বয়ে বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাজি বদিউর রহমান অ্যান্ড সন্স নামের এক আড়তদার প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুতের অভিযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. দিদারুল আলমকে গ্রেফতার করা হয়।

এসময় বেশ কিছু দুষ্কৃতিকারী দিদারুল আলমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মোবাইল কোর্টের কার্যক্রমে বাঁধা দেয়।

পরে নগর পুলিশ এবং র‍্যাব-৭ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে শক্তিবৃদ্ধি করে।

পরে মোবাইল কার্যক্রমে বাঁধা দেওয়ার অভিযোগে মো. জাহিদুল ইসলাম শাওন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বাংলানিউজকে জানান, অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুতের অভিযোগে গ্রেফতার মো. দিদারুল আলমকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩ (তিন ) মাস কারাদণ্ড  ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মোবাইল কোর্ট কার্যক্রমে বাঁধা প্রদানের  অভিযোগে গ্রেফতার মো. জাহিদুল ইসলাম শাওনকে  দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায়  ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।