ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ইয়াবা-অস্ত্র যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
‘ইয়াবা-অস্ত্র যাতে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে’ চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্সের সভা

চট্টগ্রাম: বলেন, মাদক ইয়াবা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজর রাখার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগের নতুন কমিশনার মো. আবদুল মান্নান।

সোমবার সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্সের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান মাদকের কথা উল্লেখ করে বলেন, ‘মাদকের ভয়াবহ অবস্থা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে ।

রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের কারণে এটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। ’

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, অতিরিক্ত সচিব দ্বীপক চক্রবর্তীসহ , নেভি, কোস্টগার্ড, বিজিবি, কাস্টমস, আনসার সদস্য, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, ও কক্সবাজারের জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।