ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের দেখতে আসায় প্রধানমন্ত্রীর প্রশংসা বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
রোহিঙ্গাদের দেখতে আসায় প্রধানমন্ত্রীর প্রশংসা বিএনপির সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

চট্টগ্রাম: দেরিতে হলেও মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের লংবিচ হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে তুরস্কের ফার্স্টলেডি রোহিঙ্গাদের দেখতে আসতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী আসতে পারেননি।

দেরিতে হলেও নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে আসায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই।

মির্জা আব্বাস বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ব্যর্থ।

কারণ সরকার অগণতান্ত্রিক, অবৈধ। তাদের পায়ে মাটি নাই। কোমরে জোর নাই। বিএনপি নড়াচড়ার পর সরকারের টনক নড়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২৮ আগস্ট বিবৃতি দেওয়ার পর প্রধানমন্ত্রীর বোধোদয় হয়েছে। তা-ও অনেক দেরিতে।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ঢাকা বিমানবন্দরে আড়াইটা থেকে বসে ছিলাম ফ্লাইটের জন্য। তিনটায় বিমানে উঠে পাঁচটা পর্যন্ত আটকা ছিলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু, ডা. জাহিদ হাসান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না প্রমুখ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপির পক্ষে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭

এআর/টিসি

                                             

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।