ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৩ সোনার বারসহ আটক প্রবাসীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
৫৩ সোনার বারসহ আটক প্রবাসীর কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩টি সোনার বারসহ গ্রেফতার হওয়া আনিছ চৌধুরী নামে একজনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন।  জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই মাস কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র স্পেশাল সেশন জজ মো. শাহ নূর এই রায় দিয়েছেন।

দণ্ডিত আনিছ বর্তমানে কারাগারে আছেন।

  তিনি বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার সাইদুল হকের ছেলে।   আসামি দুবাই প্রবাসী ছিলেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসার পথে তাকে সোনার বারসহ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।  

নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়েরের পর ২০১৪ সালের ২২ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।   ২০১৬ সালের ৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।