ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রীয় কোষাগারে হজ কাফেলার অর্থ জমা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
রাষ্ট্রীয় কোষাগারে হজ কাফেলার অর্থ জমা

চট্টগ্রাম: নগরীর সিটি করপোরেশনের সাবেক মেয়র  ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র হজ কাফেলার কোরবাণীর অর্থ সৌদি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

শুক্রবার(২৫ আগস্ট) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

এ বছর ২৫৪ টি দেশ থেকে অনেক ইসলাম ধর্মাবলম্বী মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেলেও,একমাত্র বাংলাদেশের চট্টগ্রামের মেয়র হজ কাফেলাই সৌদি রাষ্ট্রীয় কোষাগারে কোরবাণীর অর্থ জমা করেছে।

কোষাগারের পক্ষ থেকে অর্থ গ্রহন করেন সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।

মেয়র হজ কাফেলা প্রতি বছর চট্টগ্রাম থেকে  সৌদি আরবে হজযাত্রী পাঠিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ২০২৮ঘণ্টা, ২৫ মে, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।