ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোরবানির গরু খালে, ক্রেন দিয়ে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
কোরবানির গরু খালে, ক্রেন দিয়ে উদ্ধার

চট্টগ্রাম: কোরবানির জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে কেনা বড় একটি গরু চাক্তাই খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে নগরীর দেওয়ানবাজার এলাকার চাক্তাই খাল থেকে গরুটি উদ্ধার করা হয়।

দেওয়ানবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ বুধবার ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে গরুটি কিনে বাসার নিচে রেখেছিলেন।

মাঝরাতেই গরুটি রশি ছিড়ে পালিয়ে গিয়ে চাক্তাই খালে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কোরবানির জন্য কেনা বড় একটি গুরু চাক্তাই খালে পড়ে যাওয়ার খবরে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে  ক্রেন দিয়ে গরুটি খাল থেকে তোলা হয়। বর্তমানে গরুটি সুস্থ আছে এবং মালিক জাহেদকে গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।