bangla news
উপচেপড়া ভিড়

দুই ঘণ্টায় শেষ তিন ট্রেনের টিকেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-২২ ১:৫২:৪১ এএম
টিকেটের জন্য যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিকেটের জন্য যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষদিনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকেট নিতে হচ্ছে যাত্রীদের।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল আটটা থেকে ৩১ আগস্টের টিকেট বিক্রি করা হচ্ছে।  এদিকে টিকেট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে তিনটি ট্রেনের টিকেট।  সকাল ১০টার মধ্যেই বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা ও তূর্ণা নিশিতা ট্রেনের সব টিকেট বিক্রি হয়ে যায়।

অন্যান্য ট্রেনগুলোর অধিকাংশ টিকেটও বিক্রি হয়ে গেছে।  টিকেট থাকা সাপেক্ষে যাত্রীরা তা সংগ্রহ করতে পারবেন। 

চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শেষদিনে টিকেটের চাহিদা অতিরিক্ত বেড়েছে।  ১ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ৩১ আগস্ট সবাই বাড়িতে যাবেন। তাই এদিনের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।  টিকেটের জন্য যাত্রীরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন।টিকেটের জন্য যাত্রীদের উপচেপড়া ভিড়

শেষদিনের জন্য স্টেশনে ৭২০০ টিকেট বরাদ্দ রেখেছিলাম।  এরমধ্যে টিকেট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা ও তূর্ণা নিশিতার সব টিকেট শেষ হয়ে গেছে। অন্যান্য ট্রেনের কিছু টিকেট বাকি থাকলেও সেগুলো শেষ হওয়ার পথে।

তিনি বলেন, অগ্রিম টিকেট বিক্রি শুরুর পর থেকে প্রথম তিনদিন চাহিদা তেমন একটা ছিল না। চতুর্থদিনে এসে চাহিদা বাড়লেও শেষদিনে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ১৮ আগস্ট ২৭, ১৯ আগস্ট ২৮, ২০ আগস্ট ২৯ আগস্ট, ২১ আগস্ট ৩০ আগস্টের টিকেট দেওয়া হয়েছে।  ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।টিকেটের জন্য যাত্রীদের উপচেপড়া ভিড়

পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায়, মহানগর গোধূলী বিকেল ৩টায়, চট্টলা এক্সপ্রেস সকাল সোয়া ৮টায়, মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায়, সোনার বাংলা বিকেল ৫টায় এবং তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

পাহাড়িকা সকাল সোয়া ৯টায়, উদয়ন এক্সপ্রেস রাত ৯টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে, মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া পাঁচটায় চাঁদপুরের উদ্দেশ্যে এবং বিজয় এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে।

কর্ণফুলী এক্সপ্রেস সকাল ১০টায় ও ঢাকা মেইল এক্সপ্রেস রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে, সাগরিকা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বাহাদুরাবাদ’র উদ্দেশ্যে ও জালালাবাদ এক্সপ্রেস রাত সাড়ে ৯টায় সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস ঈদে বাড়ি ফেরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-08-22 01:52:41