ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করদাতা শনাক্তে সহায়তা করতে চায় পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
করদাতা শনাক্তে সহায়তা করতে চায় পুলিশ করদাতা সনাক্তে সহায়তা করতে চায় পুলিশ

চট্টগ্রাম: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইলে দেশের প্রত্যন্ত অঞ্চলের করদাতাদের তথ্য দিয়ে সহায়তা করবেন বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার মো.ইকবাল বাহার। তবে এক্ষেত্রে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন করদাতারা।

শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি। ‘নতুন আয়কর আইন: জনপ্রত্যাশা’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড।

পুলিশ কমিশনার বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়কর বিভাগের কর্মকর্তাদের বিচরণ না থাকলেও পুলিশের রয়েছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে আয়কর দাতাদের তথ্য পুলিশ দিতে পারে।

তবে এক্ষেত্রে পুলিশ আয়কর আদায়ে কাজ করবে না। কেবল যাদের আয়কর দেওয়ার সামর্থ আছে তাদের পরিচয় জানিয়ে দেব।

প্রত্যক্ষ কর সহজভাবে আদায় করতে সহায়ক আইন প্রণয়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, করদাতারা যাতে ভীতিহীনভাবে কর দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। ১৬ কোটি মানুষের দেশে ১২ লাখ ই-টিআইএন অপ্রতুল।

পুলিশ কমিশনার করদাতাদের পরিচয় দিয়ে সহায়তার কথা বললেও করদাতারা বলছেন, এটি করদাতাদের ভোগান্তি আরও বাড়াবে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আস্থার সংকটের কারণে বাড়িতে পুলিশ গেলে করদাতাদের ভীতি আরও বাড়বে। এক্ষেত্রে কর আদায় না হয়ে উল্টো যন্ত্রণায় পড়তে পারেন করদাতারা।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো.আব্দুর রউফ, কবি ও সাংবাদিক আবুল মোমেন, ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, নগর পুলিশ কমিশনার মো.ইকবাল বাহার, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, শিক্ষাবিদ অধ্যাপক ড. সেলিম উদ্দিন, অধ্যাপক মঞ্জুর মোর্শেদ খান, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক হুমায়ুন কবির, মেট্রো পলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী, প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।