ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলিয়াখালী সৈকতে চুয়েটছাত্র নিখোঁজ, তল্লাশি ডুবুরিদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
গুলিয়াখালী সৈকতে চুয়েটছাত্র নিখোঁজ, তল্লাশি ডুবুরিদের চুয়েটের নিখোঁজ ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাব

চট্টগ্রাম: সীতাকুণ্ডের মুরাদপুর গুলিয়াখালী সৈকতে বেড়াতে গিয়ে সাগরে নেমে বিপদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৭ শিক্ষার্থী। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৩তম ব্যাচের ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের খোঁজ মিলছে না। চুয়েট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল তিনটার দিকে ব্যক্তিগত উদ্যোগে বেড়াতে যান তারা। ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলসহ একাধিক টিম।

চুয়েট ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান বাংলানিউজকে জানান, দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগপূর্বক সার্বক্ষণিক মনিটরিং করছে চুয়েট কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাহায্যও।

 

কুমিল্লার বরুড়া থানায় খাব্বাবের গ্রামের বাড়ি। তার ছোট ভাই মোহাম্মদ খাত্তাব বাংলানিউজকে জানান, চার ভাইয়ের মধ্যে খাব্বাব সবার বড়। চুয়েটের বন্ধুদের সঙ্গে তিনি সীতাকুণ্ডের বঙ্গোপসাগর উপকূলে বেড়াতে যান। বিকেলে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে জোয়ারের পানি বেশি হওয়ায় এখনো খোঁজ পাননি।    

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।