ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝড়ো হাওয়ায় উড়ে গেল টিন, নিহত ১

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ঝড়ো হাওয়ায় উড়ে গেল টিন, নিহত ১ ঝড়ো হাওয়ায় উড়ে গেল টিন। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ফিশারিঘাট এলাকায় ঝড়ো হাওয়ায় একটি ঘরের টিন উড়ে গিয়ে তিন পথচারীর ওপর পড়লে তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাকি দুজন।

শুক্রবার (১১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল দে (৩৫) পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের ছেলে।

চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন তিনি।

এ ঘটনায় আহত দুজন হলেন বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো.আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, ফিশারিঘাট এলাকায় একটি ঘরের টিন উড়ে গিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া তিন পথচারীর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের কর্মকর্তা রবিউল আজম বাংলানিউজকে বলেন, ‘ঝড়ো বাতাসে ফিশারিঘাট এলাকায় সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরের টিন উড়ে গিয়ে তিন পথচারীর ওপর পড়ে। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।