ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কুলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিশুদ্ধ পানি বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
স্কুলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিশুদ্ধ পানি বিতরণ

চট্টগ্রাম: নগরীতে স্কুল শিক্ষার্থীদের  বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ।  নগরীর প্রতিটি পরিবারের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার দাবিতে এবং জনসচেতনতা সৃষ্টির জন্য এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পতেঙ্গায় লালদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

এসময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামের সঞ্চালনায় এক সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা চক্রবর্ত্তী, সহকারী শিক্ষিকা কামরুন নাহার, হাসিনা বেগম, সিরুফা বেগম, নগর ছাত্রলীগের উপ সম্পাদক মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবেদুল ইসলাম জিতু, বন্দর থানা ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির রানা, ও মজুমদার মো. ফরহাদ।

বক্তারা বলেন, বন্যা, জলাবদ্ধতা ও প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে নগরীতে বিশুদ্ধ খাবার পানির সমস্যা দেখা দিয়েছে।

বক্তারা নগরীর প্রতিটি পরিবারে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সদস্য আকলিমা আক্তার,  তারেক হোসেন, মাহিউদ্দিন, কমর উদ্দিন, সোহেল রানা, কামরুল হাসান মাসুদ, অনিক সোহেল, ইকবাল কায়সার, বিশ্বজিৎ শর্মা, রিদওয়ানুল বারি ফরহাদ, আমিনুর রহমান রিফাত, কনিক বড়ুয়া, সোহেল রানা জয়, সরফুল ইসলাম মাহী, সুফিয়ান আলম, আসাদুজ্জামান, খন্দকার নাঈমুল আজম, জাহিদ হাসান সাইমন, আবদুল হালিম, আবদুল্লাহ আল সাইমন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন চৌধুরী, ইমাম হোসেন, মহিউদ্দিন ছগির, আবু নাঈম মো.হাসান, আবির রহমান, সাফায়েত হোসেন রাজু, নজরুল ইসলাম, জামসেদ চৌধুরী, এন এইচ বড়ুয়া, রুকসী আক্তার, তাহমিনা তামান্না, রিনা সেন বৃষ্টি ও মায়া বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।