ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, চার মাস পর ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, চার মাস পর ধরা ধর্ষণ মামলার আসামি খোরশেদ আলম

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের চার মাস পর আসামি খোরশেদ আলমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানার ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, চলতি বছরের ২৫ মার্চ সিঅ্যান্ডবি কলোনি এলাকায় খোরশেদ সহযোগীদের সহায়তায় এক গৃহবধূর স্বামীকে আটকে রেখে ধর্ষণ করে।

এ সময় সহযোগীরা স্বামীকে মারধর করে ঘরের মালামাল লুট করে।

খোরশেদ সিঅ্যান্ডবি কলোনির মনা ভাণ্ডারির ছেলে।

তাদের গ্রামের বাড়ি রাউজানের ডাবুয়ায়। তার বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের সাতটি মামলা ছিল। তার ভাই নুর আলম ও জানে আলমও গণধর্ষণসহ সব রকমের অপরাধের সঙ্গে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ জানিয়েছে, আত্মগোপনে থাকার সময় সে হাটহাজারীতে ছিল। সেখানেও চুরিসহ নানা অপরাধ করে শহরে চলে আসে।    

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।