ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচটার মধ্যে রথযাত্রা শেষ করার নির্দেশ পুলিশের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
পাঁচটার মধ্যে রথযাত্রা শেষ করার নির্দেশ পুলিশের

চট্টগ্রাম: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা বিকেল ৩টায় শুরু করে ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আজান ও নামাজের সময় মাইক ও লাউডস্পীকার না বাজানোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।   

মঙ্গলবার (২০ জুন) সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারের সঙ্গে রথযাত্রার আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।  সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং তুলশী ধাম পরিচালনা পরিষদের নেতারা ছিলেন।

 সভায় সিএমপি কমিশনার রথযাত্রায় সর্বাত্মক নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন।    

২৫ জুন রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

 

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম এবং ট্রাফিক পুলিশ থাকবে।   বিষয়টি রথযাত্রার আয়োজকদের অবহিত করা হয়েছে।

রথযাত্রা শুরুর পর মাঝপথে মিছিল নিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য আয়োজকদের অনুরোধ করেছেন সিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, সালেহ মোহাম্মদ তানভীরসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।