ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু ফাইল ছবি

চট্টগ্রাম: আটঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট উঠা-নামা শুরু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার দুপুর দুইটার পরে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এয়ারপোর্ট ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। দুইটার পর থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পর জরুরি সভা আহ্বান করা হয়। সভায় বাংলাদেশ সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার ৮ঘণ্টা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।

বাংলাদেশ সময়: ১৫০০ঘণ্টা, মে ৩০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।