ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের সুনাম বাড়াতে এক হয়ে কাজ করার আহবান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বন্দরের সুনাম বাড়াতে এক হয়ে কাজ করার আহবান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের সুনাম বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের বড় সম্পদ। এ বন্দরকে উন্নত-আধুনিক করতে ও সক্ষমতা বাড়াতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

চট্টগ্রাম বন্দরের ১৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী পোর্ট এক্সপো’র উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম।   দেশের স্বাধীনতা যুদ্ধেও বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

  চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য নয় প্বার্শবর্তী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। কারণ তাদের এ বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এরমধ্যেই ভারত, নেপাল, ভুটান চট্টগ্রাম বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে চট্টগ্রাম বন্দর আরও সমৃদ্ধ হবে। এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রথমবারের মতো এই পোর্ট এক্সপো’র আয়োজন করা হয়েছে। এক্সপোতে বাংলাদেশের সকল বন্দর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থা, বন্দর ব্যবহারকারী, স্টেকহোল্ডার, ব্যবসায়ী সংগঠন, নিরাপত্তা সংস্থাগুলো অংশ নিচ্ছে।  ১২৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর এক্সপো উদ্বোধনের পর স্টল ঘুরে দেখছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপিও অন্যান্য অতিথিগণ।  ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পোর্ট এক্সপোর থিম নির্ধারণ করা হয়েছে পোর্ট প্রোডাক্টিভিটি প্রোসপারিটি বা বন্দরেই সমৃদ্ধি। কারণ বন্দরের মধ্যেই দেশের সমৃদ্ধি লুকায়িত।  শুক্রবার বিকেলে এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বন্দর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।