ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলাবদ্ধতায় এখনো বন্ধ যে স্কুলের ক্লাসরুম

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
জলাবদ্ধতায় এখনো বন্ধ যে স্কুলের ক্লাসরুম জলাবদ্ধতায় এখনো বন্ধ যে স্কুলে ক্লাসরুম, ছবি:সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: বৃষ্টির কারণে পুরো শহরজুড়ে জলাবদ্ধতা হয়েছিল তাও মাঝখানে দুইদিন পেরিয়ে গেছে। প্রায় সবকটি জায়গায় জলাবদ্ধতার স্মৃতি মুছে পুনরায় রূপ নিচ্ছে আগের মতো ঝকঝকে অবস্থানে! তবে পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের এখনো পানি মাড়িয়েই স্কুল কক্ষে প্রবেশ করতে হয়। পানির কারণে এখনো তালাবন্দি দুটি শ্রেণিকক্ষ।

 

সোমবার সকাল সোয়া সাতটায় স্কুলে প্রবেশ করতেই দেখি মিলল জলাবদ্ধতার দগদগে দাগ। এখনো স্কুলের সামনের ছোট্ট মাঠটা অর্ধ হাঁটু সমান পানি।

সেই পানির মাঝে ছোট্ট একটি উচু সিমেন্ট-ইটে তৈরি উঁচু জায়গা। তাতে ঠাই নিয়েছেন বাচ্চার অপেক্ষায় থাকা কয়েক অভিভাবক।

তাদেরই একজন শেলি বাংলানিউজকে বলেন, এখন তো হাঁটুর চেয়ে কম পানি। শুক্রবারে আসলে দেখতে। আমাদের কোমর সমান। বাচ্চারা তো ডুবু ডুবু।

বলেন, 'বৃষ্টি হলেই হাঁটু পানি, জলাবদ্ধতা হলেই কোমর সমান। '

জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির দুটি শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে, ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

স্কুলের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল দুটি ক্লাসরুম ফাঁকা পড়ে আছে। সেখানে পানি মুঁছতে ব্যস্ত এক চল্লিশোর্ধ্ব।  তিনি স্কুলের দপ্তরি দুলাল দাশ।  দুলাল দাশ বলেন, 'বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছিল শুক্রবার। কিন্তু এরপর আজ পর্যন্ত তিনদিন পেরিয়ে গেলেও নিচ তলার দুটি ক্লাসরুম পানির কারণে বন্ধ রয়েছে। উপরের তিন তিনটি তলায় কোনভাবে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।