ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দু’ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, নগরীর নিম্নাঞ্চলে জলজট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
দু’ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, নগরীর নিম্নাঞ্চলে জলজট বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলজট। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।  সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। সাগরে কোনো সংকেত নেই।

এদিকে ভারী বৃষ্টিপাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চশমা খালের পানি স্বাভাবিক গতিতে নামতে না পেরে সড়কে জলজট সৃষ্টি হয়েছে।  হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

এছাড়া চকবাজার, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চান্দগাঁওয়ের কিছু কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ কম পোহাতে হচ্ছে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।