ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তালাবদ্ধ ইউএসটিসিতে আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
তালাবদ্ধ ইউএসটিসিতে আবারও বিক্ষোভ, সড়ক অবরোধ তালাবদ্ধ ইউএসটিসিতে আবারও বিক্ষোভ (ফাইল ফটো)

চট্টগ্রাম: বিএমডিসি’র (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধনের দাবিতে আবারো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ইউএসটিসির এমবিবিএস শ্রেণির ৩টি ব্যাচের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জাকির হোসেন রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘বিএমডিসির নিবন্ধনের দাবিতে তালাবদ্ধ ইউএসটিসি ক্যাম্পাসের সামনের সড়কে সকাল সাড়ে ১১টা থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আন্দোলনকারীদের বুঝিয়ে জাকির হোসেন সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

সূত্র জানায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া ২৫তম ব্যাচ, ২০১২-১৩ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে বিএমডিসি নিবন্ধনের দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর আগে বেশ কয়েকবার ইউএসটিসির সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তিন শিক্ষাবর্ষের প্রায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ১৪টি দেশের শিক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

**এমবিবিএস ডিগ্রি নিয়ে কী করবো!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।