ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদুল্লাহ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
শহীদুল্লাহ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন মাহবুবুল আলম, ছবি: সংগৃহিত

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমির বার্ষিক আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দিনব্যাপী বর্নাঢ্য এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মাহবুবুল আলম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো.নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মো.সেলিম রেজা বিশেষ আিতথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো.শফিউল আলম, সাইদুল হক, ফরিদ আহমদ, সৈয়দ মো. নুরুল আব্বাস, বি এম মনজুর এলাহী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো.মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক সৈয়দ মো.নুরুল আবছার, সাবেক শিক্ষার্থী শফিউল আলম, রফিকুল আলম সিকদার, মো.আলমগীর সিকদার, মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী ৪ হাউজে বিভক্ত হয়ে ৪১টি ইভেন্টে খেলায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ৪ প্রতিষ্ঠাতা জেবল আহমদ কন্ট্রাক্টর, ফজলুল হক চৌধুরী, আবদুল্লাহ আল ছগীর, অধ্যাপক আহমদ হোসেনের নামে চার হাউসের নামকরণ করা হয়।

জাতীয় পতাকা, বিদ্যালয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে দেশাত্ত্ববোধক সংগীত পরিবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম চৌধুরী বলেন, সমৃদ্ধ দেশ গড়তে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।